ফালাহিয়া মাদরাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন ‘আপনাদের কোন চাওয়াই অপূর্ণ থাকবেনা’ -মেয়র স্বপন মিয়াজী
- Updated Jan 29 2024
- / 502 Read
শহর প্রতিনিধি:
ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার দুপুরে মাদরাসা মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
পরে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, ফেনীর ফালাহিয়া এ মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীরা ময়লা পানি মাড়িয়ে পড়াশোনার জন্য আসতে হতো। আমি তাদের কথা চিন্তা করে পশ্চিম ও দক্ষিণ মুখি রাস্তা সম্প্রসারণ করে কাজ করে দিয়েছি। এখন সম্মুখ ভাগের রাস্তার কাজ চলছে। বাড়ি মালিকদের অসহযোগিতার কারণে এ রাস্তার কাজে ধীরগতি দেখা দিয়েছে। আগামী ২ দিনের মধ্যে বাড়ি মালিকরা রাস্তার জায়গা অবমুক্ত না করলে আমি রাস্তার জায়গার জন্য স্থাপনা ভেঙ্গে দেবো। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। মেয়র বলেন, আগামী কিছু দিনের মধ্যেই মাদ্রাসার লাইব্রেরী স্থাপনের কাজ শুরু করা হবে। এ জন্য আমি ৫ লাখ টাকা অনুদান দেবো। এছাড়াও আগামী কালকে থেকেই অজু খানার কাজ শুরু করবেন। আমি এর জন্য যা কিছু করার আছে সব করবো। এসময় আগামী কিছু দিনের মধ্যেই মাদ্রাসার প্রধান গেইট নির্মাণের কাজ শুরু করার ঘোষণাও দেন ফেনীর মেয়র স্বপন মিয়াজী।
মাদরাসার গভর্নিং বডি সভাপতি ও পৌরসভার কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ। উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সাবেক সভাপতি ও দাতা সদস্য কেবিএম জাহাঙ্গীর আলম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গভর্নিং বডির সদস্য অধ্যাপক আবু ইউসুফ, মাওলানা আজিজুর রহমান, ইয়াছিন আরাফাত রাজু শিক্ষকমন্ডলী, অভিভাবক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো: রফিকুল ইসলাম জানান, কেরাত, হামদ-নাত, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং হিফজ হাদিস মুখস্তসহ ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত শিক্ষার্থীরা ৬৮ টি ইভেন্ট রয়েছে। ইবতেদায়ী শাখা ছাত্রদের জন্য ১৫, ছাত্রীদের জন্য ১৫, মাধ্যমিক শাখা ছাত্রদের জন্য ১৫, ছাত্রীদের জন্য ১৫ এবং আলিম থেকে কামিল পর্যন্ত ছাত্রদের জন্য ৪ এবং ছাত্রীরা ৪ ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত